তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম:ঝাড়গ্রামে পালিত হল “মোহন বাগান দিবস” । ১৯১১ সালের ২৯ শে # ব্রিটিশদের ফুটবল টিমকে হারিয়ে জয়লাভ করেছিল মোহন বাগান ফুটবল টিম । সেই থেকেই এই দিনটি স্মরণীয় হয়ে রয়েছে মোহনবাগান ফুটবল ক্লাবের সমস্ত সমর্থকদের । তাই আজকের এই দিনটি সাড়ম্বরে পালিত হল ঝাড়গ্রামে । ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড়ে ব্রিটিশদের হারিয়ে মোহনবাগান জয়ের পর যে টপেটি পেয়েছিল সেই টপির প্রতিকৃতিতে মাল্যদান করেন মোহনবাগান এর সমর্থকরা। ঝাড়গ্রাম মোহন বাগান ফেন্ড ক্লাব এন্ড ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে পালন করা হয় । সোসাইটির সভাপতি স্বদেশ হাজরা বলেন, “১৯১১ সালের ২৯ শে জুলাই ব্রিটিশদের হারিয়ে প্রথম স্বাধীনতার স্বাদ এনে দিয়েছিল মোহনবাগান । তাই আজকের এই দিনটি আমাদের কাছে এক ঐতিহাসিক গর্বের দিন । ঝাড়গ্রাম এর সমস্ত মোহনবাগানের সমর্থকদেরকে নিয়ে আজ আমরা মোহনবাগান দিবস পালন করলাম” ।