পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নবান্নে প্রেরিত লেবার কমিশনের ১২ সদস্যের কমিটির শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা শাসকের নেতৃত্বে ধানসিঁড়ি পেট্রো কেমিক্যাল সে শ্রমিকদের বেতন চুক্তি স্বাক্ষরিত হয়।এইদিন উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু মাঝি,হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময়কর। বিভিন্ন কারখানার আধিকারিক এবং পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক কমিটি আইএনটিটিইউসি সভাপতি শিবনাথ সরকার প্রমূখ। তবে এই দিন জেলাশাসক বলেন এখনো পর্যন্ত যাদের এই চুক্তি সম্পন্ন হয়নি আগামী ১৫ই আগস্টয়ের মধ্যে তা সম্পন্ন হয়ে যাবে।