নিজের স্বপ্ন পূরণ না হলেও পরবর্তী প্রজন্মের স্বপ্নকে বাস্তবায়িত করছেন দুমদুমির ভারতি দেবী।

0
370

আবদুল হাই,বাঁকুড়াঃ- মান্নাবাবুর গানে বলা হয়েছে না, ‘সব বাঙালির সেরা খেলা তুমি ফুটবল’ হ্যাঁ ফুটবলই একদল মানুষের স্বপ্নকে বাস্তবায়িত করছে, আর সেই বাস্তবায়নের কারিগর হলেন বাঁকুড়া জেলার বাসিন্দা ভারতী দেবী। ছেলেবেলায় তার স্বপ্ন ছিল ফুটবলকে হাতিয়ার করে তিনি এগিয়ে যাবেন কিন্তু তিনি যে সমাজে বাস করতেন সেই সমাজে মেয়েদের খেলাধুলা নিয়ে স্বপ্ন দেখা যেন অপরাধ ছিল। তাতে কি যায় আসে! নিজের স্বপ্ন পূরণ নাইবা পূরন হল,এখানেই কিন্তু থেমে যাননি ভারতী দেবী। নিজের দেখা স্বপ্নকে বাস্তবায়িত করতে 2009 সাল থেকে তার পরবর্তী প্রজন্ম দের নিয়ে শুরু করে দিয়েছিলেন ফুটবল প্রশিক্ষণ শিবির। ভারতী দেবী আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান তার অজান্তেই এত কিছু ঘটে গেল ফুটবল প্রশিক্ষণ শিবির শুরু থেকে তার সফলতা। সপ্তাহে নিয়মমাফিক সবুজ বনানী ঘেরা মাঠে চলে অনুশীলন,ঘাম ঝরিয়ে চলে সফলতা দিয়ে পৌঁছে যাবার প্রয়াস। ভারতী দেবীর এই প্রশিক্ষণ শিবিরের মেয়েরা রাজ্যস্তর থেকে শুরু করে জাতীয়স্তর সবজায়গাতেই অংশগ্রহণ করেছেন, এবার তাদের লক্ষ্য আন্তর্জাতিক স্তর। ভারতী দেবী জানান এই প্রশিক্ষন শিবিরের অধিকাংশ মেয়েরাই আর্থিক ভাবে স্বচ্ছল নয়, তাই তাঁর একার পক্ষে সবার সরঞ্জাম যোগার করা একটু দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, তাই তিনি সাহায্যের আর্জি জানাচ্ছেন, যাতে এই প্রয়াস চালিয়ে নিয়ে যেতে কোনো সমস্যার সন্মুখীন হতে না হয়। তিনি জানান আগামী দিনে এই ভাবেই চলতে থাকবে তার এই কাজ।