পারিবারিক অশান্তির জেরে স্বামীর গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে।

0
444

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু কে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার ১ নম্বর দিঘীরপাড় গ্রামপঞ্চায়েতের কাঠপোল এলাকায়। মৃত বৃদ্ধের নাম শ্রীপদ রায়(৮০)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ক্যানিং এর কাটপোল এলাকার বাসিন্দা শ্রীপদ রায় ও তাঁর স্ত্রী দুজনেই বসবাস করতেন।একমাত্র মেয়ের বিয়ে হয়েছে দীর্ঘদিন আগে। দুই ছেলের মধ্যে বড় ছেলে মধু রায় অন্যত্র বসবাস করেন। ছোট ছেলে একই বাড়ির মধ্যে থাকলেও পৃথক বসবাস করতো। বৃদ্ধ তাঁর বার্ধক্য ভাতার টাকায় কোন রকমে দীনযাপন করতেন।প্রতিবেশীদের অভিযোগ বৃদ্ধর স্ত্রী লক্ষ্মী রায় প্রতিদিনই তার স্বামীর উপর শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার চালাতো। অভিযোগ শুক্রবার বাড়িতে বৃদ্ধ-বৃদ্ধা ছাড়া কেউই ছিলোনা। সেই সময় বৃদ্ধ কে তার স্ত্রী শৌচালয়ে নিয়ে গিয়ে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দিয়ে বাড়ির বারান্দায় বসেছিল। বৃদ্ধের চিৎকার আর আগুনের গন্ধে প্রতিবেশীরা দৌড়ে আসেন । ততক্ষণে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ক্যানিং থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বৃদ্ধ কে মৃত বলে ঘোষনা করেন। ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন।আত্মহত্যা না খুন, ঠিক কি কারণে ওই বৃদ্ধর মৃত্যু হলো তা বিশদে জানতে বৃদ্ধর স্ত্রী লক্ষ্মী রায় কে আটক করে জিঞ্জাসাবাদ শুরু করেছে।