ফাঁসি বদলে ফাঁসি চাই গৃহবধূর মূল আসামীর গ্রেফতারের দাবিতে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থানার সামনে বিক্ষোভ ।

0
320

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- সুশীলা বর্মনের মৃতদেহ নিয়ে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন সুশীলা বর্মনের বাবা ও মা সঙ্গে ছিলেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। সুশিলা বর্মনের শ্বশুর ও শাশুড়িকে পুলিশ আটক করেছে ও তলাশী চালানো হচ্ছে নিরঞ্জন বর্মন ও তার ভাইয়ের । পোস্টমর্টেম রিপোর্ট এখনো আসেনি কিন্তু জানা যাচ্ছে সুশীলা বর্মন কে মেরে ফাঁসিতে ঝুলানো হয়েছে এমনই দাবি করছে সুশিলা বর্মনের বাবা-মা ও আত্মীয়-স্বজন এবং মহিলা সমিতির সদস্যরা রয়েছে । গৃহবধূ সুশীলা বর্মনের স্বামী নিরঞ্জন বর্মন কে গ্রেপ্তারের দাবিতে কিছুক্ষণের জন্য কালীয়াগঞ্জ থানার পথ অবরোধ করে বিক্ষোভ। ফাসির বদলে ফাঁসি মৃত্যুর বলতে মৃত্যু এই শ্লোগানকে মাথা রেখে সুশীলা বর্মন কে যারা মেরে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসির দাবি এই নিয়ে বিক্ষোভ দীর্ঘক্ষন থানার সামনে। এখন দেখার বিষয় সুশীলা বর্মন নিজে আত্মহত্যা করেছে না তাকে মেরে দেওয়া হয়েছে অপেক্ষায় থাকছে। রীতিমতন কালিয়াগঞ্জ থানার পুলিশ তদন্তে নেমে পড়েছে। উত্তর দিনাজপুর থেকে রাধারানীর রিপোর্ট