রেলে কাটা পড়ে মৃত্যু মৃত্যু বৃদ্ধের।

0
532

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – রেলে কাটা পড়ে মৃত্যু হল বছর পঁয়ষট্টি বয়সের এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের ক্যানিং-তালদি মধ্যবর্তী রেল লাইনে।রেল পুলিশ সুত্রের খবর এদিন সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ রেললাইনে পড়েছিল। দেহটি উদ্ধার করে ময়না তদন্ত পাঠানো হয়েছে। পাশাপাশি ওই ব্যক্তির ঠিকানা ও পরিচয় জানতে তদন্ত শুরু হয়েছে।