নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- শ্রাবন মাস চলছে মাঝে মধ্যে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের তাপমাত্রা ওঠা নামা করার পাশাপাশি প্রায় প্রতিদিনই হচ্ছে বৃষ্টি,গত ২৪ ঘন্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমান ২২.২০ মিলিমিটার। তবে শুধুই যে সমতলে তাই নয়, পাহাড়েও হচ্ছে বৃষ্টিপাত।
আর এর ফলেই জলপাইগুড়ি জেলার বিভিন্ন পাহাড়ী নদী গুলোর জলস্তর বাড়ছে।
জলপাইগুড়ি স্থিত উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ অফিস সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, শুক্রবার সকালে জলপাইগুড়ির তিস্তা এবং জলঢাকা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় নদী সংলগ্ন অসুরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ বিপদ সংকেত।
Home রাজ্য উত্তর বাংলা শ্রাবনের বৃষ্টি, তিস্তা, এবং জলঢাকা নদী সংলগ্ন অসুরক্ষিত এলাকায় জারি হলুদ সংকেত।