নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- বিগত দিনে জলপাইগুড়ি জেলার বাগরাকোর্ট এলাকায় ব্যাপক হারে ছড়িয়ে পরেছিলো ডেঙ্গু জ্বর, যদিও তা বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে পাওয়া খবর,।
তবে সম্প্রতি জলপাইগুড়ি শহরে চার জনের রক্তে ডেঙ্গুর নমুনা পাওয়া গিয়েছে, যাদের মধ্যে তিন জন্যই বহিরাগত বলে জানিয়েছেন পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, তিনি এদিন ডেঙ্গু মোকাবেলা করার লক্ষ্যে পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে অবস্থিত দীর্ঘ সময় থেকে সংস্কার না হওয়া একটি জলাশয়ে গাপ্পি মাছ ছাড়েন।
এই প্রসঙ্গে সৈকত বাবু জানিয়েছেন, এই মুহূর্তে জলপাইগুড়ি শহরে ডেঙ্গু নিয়ে ভয় পাবার মতো অবস্থা না থাকলেও কথাও পরিষ্কার জল জমে থাকতে দেওয়া যাবে না, কারণ এই পরিষ্কার জমা জলেই জন্ম নেয় ডেঙ্গু মশার লার্ভা।