ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে আজাদী কি অমৃত মহোৎসব এবং রামকৃষ্ণ মিশনের ১২৫ তম বর্ষ উপলক্ষে আজ রায়গঞ্জ এর রামকৃষ্ণ মিশনের উদ্যোগে একটি বিশেষ অনুষ্ঠান।

0
722

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে আজাদী কি অমৃত মহোৎসব এবং রামকৃষ্ণ মিশনের ১২৫ তম বর্ষ উপলক্ষে আজ রায়গঞ্জ এর রামকৃষ্ণ মিশনের উদ্যোগে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে রায়গঞ্জের রামকৃষ্ণ মিশনে। জানা যায় এই উপলক্ষে রায়গঞ্জের 12, টি বিদ্যালয় এর ছাত্র ছাত্রীরা যেমন রামকৃষ্ণ মিশনে এসে একদিকে যেমন বিভিন্ন দেশাত্মবোধক বিষয়কে কেন্দ্র করে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তেমনি স্বাধীনতা সংগ্রামীদের দেশাত্মবোধ এবং স্বামীজীর জীবনের আদর্শকে অনুপ্রাণিত করে প্রবন্ধ প্রতিযোগিতা সংগীত ও স্বামীজীর জীবন চর্চা ও দেশাত্মবোধক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাচক্রে স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। ভারত সরকারের উদ্যোগে সারা দেশ জুড়ে যে আজাদী কি অমৃত মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে তাতে সাড়া দিয়ে রায়গঞ্জের রামকৃষ্ণ মিশনেও এই অনুষ্ঠান আজ সকাল থেকে শুরু হয়েছে। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রায়গঞ্জের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।