নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মানিকচক বিদ্যুৎ দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড।ঘটনাই পুরে যায় ইলেকট্রিক সাপ্লাইয়ের মূল্যবান যন্ত্রাংশ।ফলে শুক্রবার রাত থেকে বন্ধ বিদ্যুৎ পরিষেবা মানিকচক ব্লক জুরে।
বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গেছে মানিকচক বিদ্যুৎ সরবরাহ অফিসে শুক্রবার রাত্রির দুটো নাগাদ হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগে যায়।বিদ্যুৎ দপ্তরের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিনে এসে অবশেষে পরিস্থিতি স্বাভাবিক করে। শুক্রবার রাত থেকে মানিকচকের সমস্ত জায়গায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে পড়েছে। বিভিন্ন সরকারি অফিস হাসপাতাল সহ জরুরি পরিষেবা দপ্তর গুলিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা।
বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকার জন্য সাধারণ মানুষকে মাইকিং করে জানিয়ে বিদ্যুতের আধিকারিকরা।
তীব্র দাবদাহের মধ্যে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়া সাধারণ মানুষ বিপাকে পড়েছে।
এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা জানিয়েছে সমস্ত রকম চেষ্টা চলছে দ্রুততার সঙ্গে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা যায় তার ব্যবস্থা করা হচ্ছে।