অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের পক্ষ থেকে আন্ত: জেলা ক্যুইজ প্রতিযোগিতা, যার বিষয় ছিল “বিঞ্জান সাধনায় বাংলা ও বাঙালী”।

0
304

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের পক্ষ থেকে আন্ত: জেলা ক্যুইজ প্রতিযোগিতা, যার বিষয় ছিল “বিঞ্জান সাধনায় বাংলা ও বাঙালী”। ১২ টি বাঙালি বিজ্ঞানী ও বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানের ওপর বিভিন্ন প্রশ্ন করা হয়। এই ক্যুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ছয়টি(৬টি) বিদ্যালয়ের মোট ১৭ টি দল। প্রথমে বাছাই পর্বের দ্বারা ৬ টি দলকে নির্বাচিত করা হয় ফাইনাল রাউন্ডের জন্য। চূড়ান্ত পর্বে মোট ৫ টি রাউন্ড হওয়ার পর ৮৫ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে সেন্ট্রাল উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রী দিপান্বিতা দত্ত ও অম্বালিকা বাসু। দ্বিতীয় স্থান অধিকার করে Techno India Group Public School এর অষ্টম শ্রেণীর ছাত্র দ্রিশান চন্দ ও দেবর্ষি চক্রবর্তী। তৃতীয় স্থান অধিকার করে Ashalata Basu Vidyalaya এর সপ্তম শ্রেণীর ছাত্র সৌপর্ণ অধিকারি ও সমারোহ রুদ্র। সম্পাদক ড: রাজা রাউত জানিয়েছেন প্রথম স্থানাধিকারী দলটি আগামীতে জোনাল স্তরের প্রতিযোগিতায় অংশগ্ৰহন করবে। পরবর্তীতে নর্থ জোনের বিজয়ী দল অংশ নেবে রাজ্যস্তরের প্রতিযোগিতায়। নর্থ জোনে রয়েছে
Jalpaiguri, Coochbehar, Uttar Dinajpur ও Siliguri Mahakuma Parishad.