নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- রবিবার দুপুরে পথদুর্ঘটনায় গুরুতর জখম হয় দুই ব্যক্তি। ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের কাপাশিয়াতে।আহত ব্যক্তিদের নাম মঙ্গলময় মুর্মু এবং তাপস কিস্কু। জানা গেছে, এদিন সোনাহারার দিক থেকে এক মোটরসাইকেলে ওই দুই আরোহী গোপীবল্লভপুরের দিকে আসছিলেন সেই সময় কাপাসিয়ার এলাকায় রাস্তার উপর একটি ছাগল চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে বাইকটি উল্টে যায়। যার ফলে দুর্ঘটনাটি ঘটে।ওই ঘটনায় গুরুতর জখম হন দু জন। গোপীবল্লভপুর থানার পুলিশ এই দুজনকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়েএসে ভর্তি করে। সেখানে তাদের চিকিৎসা চলছে। অপরদিকে রবিবার গোপীবল্লভপুর হনুমান মন্দির এলাকায় ট্রাকের ধাক্কায় রাখাল দাস নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করে। গোপীবল্লভপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গোপীবল্লভপুর থানার পুলিশ ঠিক কি কারণে ওই দুর্ঘটনাটি ঘটেছে তা ক্ষতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে।