চূর্ণী সংবাদ পাক্ষিকের ব্যবস্থাপনায় আয়োজিত হলো চূর্ণী স্মারক সম্মান।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- চূর্ণী সংবাদ পাক্ষিকের ব্যবস্থাপনায় আয়োজিত হলো চূর্ণী স্মারক সম্মান।রবিবার চূর্ণী স্মারক সম্মান অনুষ্ঠানটি আয়োজিত হয় রানাঘাট রবীন্দ্র সার্ধশতবর্ষ মঞ্চে। একইসঙ্গে এদিন আয়োজিত হয় গুণীজন সংবর্ধনা ও স্বরচিত কবিতা পাঠ। প্রকাশিত হয় বিশিষ্ট সাংবাদিক ও কবি সুজিত মন্ডলের “অকথিত”।ছোটদের হাত দিয়ে প্রকাশিত হয় সুজিত মন্ডলের গল্প সংকলন অকথিত-র। এদিন চারজন গুণী মানুষের হাতে চূর্ণী স্মারক সম্মান তুলে দেওয়া হয়।মঞ্চে পরিবেশিত হয় স্বরচিত কবিতা। উপস্থিত ছিলেন রানাঘাটের পুরপ্রধান
কোশলদেব বন্দ্যোপাধ্যায়
উপ পুরপ্রধান আনন্দ দে সহ বহু বিশিষ্ট মানুষ।উপস্থিত ছিলেন সংবাদ জগতের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *