জলপাইগুড়িতে DYFI এর ডাকে ‘গ্রাম বাংলায় লুটের রাজনীতির বিরুদ্ধে ও কাজের দাবিতে লড়াই’ শীর্ষক একটি আলোচনা সভা।

0
346

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- রাজ্যের যুবদের বিপথে চালিত করলো তৃণমূল রাজ্য সরকার ও শাসক দল, জলপাইগুড়িতে এমনটাই বললেন DYFI এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। রবিবার জলপাইগুড়িতে DYFI এর ডাকে ‘গ্রাম বাংলায় লুটের রাজনীতির বিরুদ্ধে ও কাজের দাবিতে লড়াই’ শীর্ষক একটি আলোচনা সভা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন DYFI এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জিও৷
জলপাইগুড়ি জেলা পরিষদ হলে যুবশক্তি DYFI পক্ষে থেকে আলোচনা সভা শুরু হয় জলপাইগুড়ি জেলা সমস্ত কমীদের নিয়ে প্রথমে গানের মধ্যে । তাদের এই কর্মী সভায় মূল উদ্দেশ্য ছিল গ্ৰাম বাংলা লুটে রাজনীতির বিরুদ্ধে এবং নিজের কাজের দাবি নিয়ে আলোচনার সভা উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখার্জি সহ DYFI নেতা পলাশ দাস । আজ তাদের হিন্দি পত্রিকার শুভো উদ্বোধন হয়।

তারপর সভা শেষ সাংবাদিকদের মুখোমুখি বলেন তিনি বাংলা রাজনীতি লুটে খাওয়া রাজনীতিতে পরিনত হয়েছে । টাকা দিলে চাকরি হচ্ছে, শিক্ষার প্রয়োজন নেই৷ যুব সমাজমে বিপথে চালিত করছে শাসক দল ও রাজ্য সরকার। যদি প্রতিবাদ কেউ করে পুলিশ লাটি মেরে তাড়িয়ে দিচ্ছে ।