বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে এক মহিলাকে লোহার বস্তু দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ।

0
303

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে এক মহিলাকে লোহার বস্তু দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। অভিযোগের তীর প্রতিবেশী পরিবারের তিন যুবকের বিরুদ্ধে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের। ঘটনাটি শান্তিপুর হরিপুর বিলের ধার পাড়া এলাকার। জানা যায় আক্রান্ত মহিলার নাম ষষ্ঠী সর্দার। অভিযোগ গতকাল রাতে প্রতিবেশী পরিবারের দু তিনজন যুবক হঠাৎ ওই মহিলার বাড়িতে চড়াও হয়, এরপর লোহার বস্তু দিয়ে বেধড়ক মারধর শুরু করে মহিলাকে। খবর পায় ওই মহিলার মেয়ে, ছুটে এসে দেখে, মাকে বেধড়ক মারধর করছে ওই যুবকেরা। আক্রান্ত মহিলার মেয়ে রুপা বিশ্বাসের অভিযোগ। এর আগেও বিভিন্ন কারণ নিয়ে হামলা করতে আসে ওই যুবকেরা। গতকাল রাতে মা বাড়িতে একা ছিলেন সেই সুযোগে হামলা চালায় ওই যুবকেরা। বেধড়ক মারধোর করায় গুরুতর জখম হয় মহিলা ষষ্ঠী সর্দার, এরপরে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। যদিও গতকাল রাত্রি থেকে রবিবার দুপুর পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন আহত মহিলা ষষ্ঠী সর্দার। এরপর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে পরিবারসহ শান্তিপুর থানার দ্বারস্থ হয়, এছাড়াও অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। আক্রান্ত মহিলা ষষ্ঠী সর্দারের মেয়ে অভিযোগ করেন, এই ঘটনায় প্রতিবেশী পরিবারের সমীর দেবনাথ সঞ্জয় দেবনাথ ও বুবাই দেবনাথ নামে তিন যুবক জড়িত রয়েছে। মাকে বাড়িতে একা পেয়ে মারধরের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন মেয়ে রুপা বিশ্বাস।