নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিভিন্ন ইস্যুতে রানাঘাট এক নম্বর ব্লক কংগ্রেস ও রানাঘাট শহর কংগ্রেসের ডাকে আজ রানাঘাট থানার সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করল কংগ্রেসী কর্মী সমর্থকরা। বিজেপির মদতে ইডি সোনিয়া গান্ধীকে ইচ্ছাকৃতভাবে অপমান করছে, দেশজুড়ে মাত্রাছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি এবং রাজ্যে আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে কংগ্রেসের আজকের এই বিক্ষোভ কর্মসূচি। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানাঘাট এক নম্বর ব্লকের কংগ্রেসী নেতৃবৃন্দ। কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে সরকারি সম্পত্তি বিক্রি করছে একই সঙ্গে দেশজুড়ে একটা অচলাবস্থা সৃষ্টি করতে চাইছে ভারতীয় জনতা পার্টি আজকের বিক্ষোভ সমাবেশে এমনই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সদস্য তথা নদিয়া জেলার অন্যতম কংগ্রেস নেতৃত্ব বিজয়েন্দু বিশ্বাস।
বিভিন্ন ইস্যুতে রানাঘাট এক নম্বর ব্লক কংগ্রেস ও রানাঘাট শহর কংগ্রেসের ডাকে আজ রানাঘাট থানার সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করল কংগ্রেসী কর্মী সমর্থকরা।

Leave a Reply