ভরা বর্ষায় খাঁ খাঁ করছে মাঠ, একটু জলের জন্য কান্নায় ভেঙ্গে পড়লেন এক ধানচাযী।

0
633

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  আষাঢ় শ্রাবণ মাসে ভরা বর্ষায় সারাদিন ধরে মেঘের লুকোচুরি আর বিদ্যুৎ এর ঝলকানি, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি আবার কখনো বা ঝিরঝির বৃষ্টির চিরাচরিত সেই চেনা পরিবেশ উধাও প্রাকৃতিক বদ খামখেয়ালী পনায়।গ্ৰীষ্মকালের মতো চড়া রোদ্দুর আর উৎকট গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। এদিন মাঠের মাঝে কান্নার আওয়াজ ভেসে এলো আমাদের সাংবাদিক আবদুল হাই কানে। মাঠে গিয়ে দেখেন এক ধানচাষী অঝরে কেঁদে চলেছে। কেঁদে কেঁদে বলেছে সব শেষ হয়ে গেল। খাব কি। এখনো হল না ধান রোয়া। এই চিত্র দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ঠাকুরাণী পুষ্কুরিণীর মাঠে।