জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- রবিবার সকাল থেকেই জলপাইগুড়ির আকাশে কালো মেঘ, বেলা বাড়িতেই শুরু হয় অবিরাম বৃষ্টি।
আর এরই মধ্যে পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী জলপাইগুড়ি শহরের অন্যতম ঐতিহ্যবাহী এবং আকর্ষণীয় দূর্গা পুজোর আয়োজক দিশারী ক্লাবের খুটি পুজো সম্পন্ন হয়।
প্রকৃতি বিরূপ হলেও মাথার ওপর প্লাস্টিক টাঙিয়ে যথাযত নিয়ম নিষ্ঠার সাথে পবিত্র মন্ত্র পাঠের মধ্যে দিয়ে আয়োজিত এই খুটি পুজোর অনুষ্ঠানে ক্লাব সদস্য ছাড়াও এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন।
৬৯ তম সার্বজনীন দূর্গা পুজোর আয়োজন প্রসঙ্গে কমিটির যুগ্ম সম্পাদক অরূপ ভৌমিক জানান, করোনার জন্য দু বছর মানুষের অনেক দুর্ভোগ গিয়েছে, কমে এসেছে চাঁদা সংগ্রহের পরিমান, সেই সব দিক মাথায় রেখেই এবারে ৬ লক্ষ টাকা বাজেট রাখা হয়েছে এই সার্বজনীন উৎসবের জন্য।