বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বিভিন্ন দাবিকে সামনে রেখে আজ বীরভূম জেলার দুবরাজপুর বাম সংগঠনের সারা ভারত কৃষকসভা ও ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে দুবরাজপুর শহরজুড়ে একটি মিছিল করা হল। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে দুবরাজপুরের কামারশাল মোড়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করা হল। এদিন উপস্থিত ছিলেন বামফ্রণ্টের জেলা কমিটির সদস্য সাধন ঘোষ, সিপিআইএম নেতা আলাউদ্দিন খান, বামফ্রণ্টের দুবরাজপুর এরিয়া কমিটির সম্পাদক পল্টু বাগদী সহ আরও অনেকে। এ বিষয়ে দুবরাজপুরের বাম সংগঠনের এরিয়া কমিটির সম্পাদক পল্টু বাগ্দী জানান, রাজ্যে বেড়ে চলা দুর্নীতির বিরুদ্ধে ও এস.এস.সি দুর্নীতি কাণ্ডে যাঁরা জড়িত তাঁদের অবিলম্বে গ্ৰেপ্তার করতে হবে। পাশাপাশি দেশ ও রাজ্য লুঠ হচ্ছে এবং যেভাবে দিনের পর দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে তারই প্রতিবাদে আমরা বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেছিলাম। এলাকার মানুষজনও এই অবরোধকে সমর্থন জনিয়েছেন। তাছাড়াও আমাদের জেলায় এ বছর ঠিকমত বর্ষা হইনি। তাই রাজ্য সরকার খরা ঘোষনা করে চাষীদের জন্য ক্ষতিপূরণের দাবি করছি।