১৮ তম বর্ষ ঝাড়গ্রাম শ্রাবণী মেলার উদ্বোধন করলেন রাজ্যের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা।

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- রবিবার ঝাড়গ্রাম শহরের অফিসার্স ক্লাব ভাঙ্গনে ১৮ তম বর্ষ শ্রাবণী মেলার অনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বন ও ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা, ঝাড়গ্রামের জেলা শাসক সুনীল আগরওয়াল ও পুলিশ সুপার অরিজিৎ সিনহা, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা ও প্রাক্তন বিধায়ক চুনীবালা হাঁসদা, ঝাড়গ্রাম পৌরসভার পৌর প্রধান কবিতা ঘোষ সহ আরো অনেকে। প্রদীপ জ্বালিয়ে ১৮তম বর্ষ ঝাড়গ্রাম শ্রাবণী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের বন ও ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা । তিনি শ্রাবণী মেলার উদ্বোধন করে বলেন আগামী ১৭ ই আগস্ট পর্যন্ত ঝাড়গ্রামের শ্রাবণী মেলা চলবে, মেলায় সর্বস্তরের মানুষকে তিনি সামিল হওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে মেলা প্রাঙ্গণে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলকে এগিয়ে আসার আবেদন জানান। মেলাকে সুন্দর করে তোলার জন্য সকলকে সহযোগিতা করার জন্য তিনি আহ্বান জানান। তিনি বলেন ঝাড়গ্রাম শহর শান্তির শহর। তাই ঝাড়গ্রাম শহরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব সকলের। মেলায় এসে সবাই আনন্দ উপভোগ করবেন। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকেও নজর রাখবেন। মেলা প্রাঙ্গনে একাধিক স্টল রয়েছে। মেলার মূল মঞ্চে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে মেলা কমিটির সদস্যগণ। তাই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *