বাঁকুড়ায় পট চিত্র শিল্পীদের পাশে লোক সংহিতা ফাউন্ডেশন।

0
275

সুদীপ সেন, বাঁকুড়া:- গতকাল ৩১ শে জুলাই, রবিবার লোকসংহিতা ফাইন্ডেশনের উদ্যোগে, স্টেথক্স হেলথ কেয়ার বাঁকুড়ার সহযোগিতায়, বাঁকুড়ার অন্যতম লোকশিল্প ভরতপুর পটচিত্র শিল্পী পরিবারের, প্রায় ১৯ টি পরিবারের শতাধিক মানুষের স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্যপরীক্ষা শিবির আয়োজিত হয়, শুশুনিয়া গ্রামে।

এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন ডাঃ শুভময় হাজরা MBBS (MD) PGT, BSMCH BSMCH, ডাঃ অনুপম পাল, MBBS (MD) PGT, BSMCH
ও কোলকাতার বিশিষ্ট চিকিৎসক ডাঃ আশীষ সরকার।

এই শিবিরে পটুয়া শিল্পী পরিবারের সাধারণ ব্যধি নির্ণয়ের সাথে সাথে, প্রেসার, সুগার টেস্ট, ওজন, ব্লাড গ্রুপ নির্ধারণ, হিমোগ্লোবিন টেস্ট ও সাধারণ চক্ষুপরীক্ষাও করা হয়। পরবর্তীকালে প্রয়োজনীয় চিকিৎসা ও যোগাযোগ সংক্রান্ত বিষয়ে সহযোগিতার কথা জানানো হয়। শিবিরে উপস্থিত প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়ার জন্যপুষ্টিখাদ্য হিসাবে ডিম, ফল ও সোয়াবিনের ও মাস্ক ব্যবস্থা করা হয়। শিশুদের জন্য খাতা সহ অংকনের সামগ্রী প্রদান করা হয়। লোকসংহিতা ফাউন্ডেশন এর পক্ষ থেকে সংহিতা মিত্র জানান, ভরতপুরের পটচিত্র শিল্পীরা বাঁকুড়ার সম্পদ। এই পরিবারের শিশুরা আগামী দিনের শিল্পী। এমনিতেই দীর্ঘদিন ওনারা অপুষ্টিজনিত সমস্যার স্বীকার। স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা নেই বল্লেই চলে। কোন সমস্যা হলে চিকিৎসাকেন্দ্রে যান না। গোপন করেন। পরে সেটা বাড়তে থাকে। তাই এই ক্যাম্পের মাধ্যমে আমরা চেষ্টা করেছি যদি এই সমস্যা গুলি ডাক্তারবাবুদের সামনে কিছুটা তুলে ধরে হয়। যেমন অনেকেরই আজ প্রথমবার প্রেসার দেখা হল। অনেকেরই ফাইলেরিয়ার সমস্যা পাওয়া গেল। ব্লাড গ্রুপ এর মত অত্যন্ত প্রয়োজনীয় বিষয়টি নথীবদ্ধ হল। শিল্পীদের স্বার্থে আমরা আগামীদিনেও এই ধরনের স্বাস্থ্যশিবিরের উদ্যোগে ব্রতী হতে চাই।