জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ১০০ দিনের কাজের বকেয়া মজুরি অবিলম্বে দেওয়া দাবিতে , ১০০ দিনের কাজ চালু করতে দাবিতে ,কেরোসিনের তেলের দাম কমানো ,রেগা প্রকল্পে বছরে ২০০ দিন কাজ ও ৬০০ টাকা মজুরি নিশ্চিত করতে হবে এই দাবি সহ অন্যান্য দাবি নিয়ে সারা ভারত কৃষক সভা ,সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন ও সিআইটিইউ যৌথ ভাবে স্মারকলিপি তুলে দিল সদর বিডিওর কাছে।
সভায় বক্তব্য রাখেন কৃষক নেতা প্রদীপ সরকার তপন গাঙ্গুলি ,শ্রমিক নেতা কৃষ্ণ সেন শুভাশিস সরকার ক্ষেতমজুর ইউনিয়ন এর পক্ষে ইন্দ্রনীল বোস এবং প্রকাশ দাশগুপ্ত ছাড়াও অন্যান্য নেতৃত্ব।