আবদুল হাই, বাঁকুড়াঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণায় বাঁকুড়া জেলা কে ভেঙে দুটি জেলাতে বিভক্ত হয়ে গেল, অর্থাৎ বাঁকুড়া থেকে ভাগ হয়ে বিষ্ণুপুর নতুন জেলা হিসাবে আত্ম প্রকাশ করল সোমবার থেকেই। এরপর থেকে একটি বাঁকুড়া জেলা অপরটি বিষ্ণুপুর জেলা।
নতুন জেলা হিসাবে বিষ্ণুপুরকে আত্মপ্রকাশ করানোর মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলেই মনে করছেন জেলা বাসি।
কেননা আলাদা জেলা হলে প্রশাসনিক কাজ অনেকটাই সহজ হবে । ফলে ভীষণ উপকৃত হবেন সাধারণ মানুষ ।এ বিষয়ে বিষ্ণুপুর শহরের বাসিন্দারা আমাদের ক্যামেরায় মুখোমুখি হয়ে জানান, বিষ্ণুপুর শহরের বাসিন্দা হিসেবে আমরা খুবই গর্বিত। এতদিন বিষ্ণুপুর মহাকুমা ছিল।আর কিছু দিনের মধ্যেই জেলায় রূপান্তরিত হবে। এছাড়াও জেলা হলে কর্মস্থান এর সু্যোগ বাড়বে।
এ বিষয়ে বাঁকুড়া সদরের কৌশিক বিশ্বাস নামে এক বাসিন্দা জানান, ইন্দাস পাত্রসায়ের মানুষদের এতদিন পর্যন্ত বাঁকুড়ায় প্রশাসনিক কাজকর্ম করতে প্রায় ৯০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে যেতে হতো এখন সেই সমস্যার সমাধান হলো । মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই ।