মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- প্রত্যেকের জীবনে কিছু না কিছু শখ আশা স্বপ্ন থাকে। কিন্তু এই শখ, এই আশা অন্যের থেকে একটু ব্যতিক্রম। এ শখ সমাজ গড়ার শখ, এ শখ অন্যের বিপদে নিজেকে বিলিয়ে দেওয়ার শখ, এ শখ আগামী নব প্রজন্মকে সমাজ কর্মে নিয়োজিত করার স্বতঃস্ফূর্ত আহ্বান। এ শখ আমি নই “আমরা আছি” এই মেলবন্ধনের দৃঢ আহ্বানের অঙ্গীকারের শখ। ৩১ শে জুলাই ২০২২ সন্ধ্যায় প্রাকৃতিক দুর্যোগ, বিদ্যুৎ নেই, প্রচন্ড বৃষ্টি মধ্যে ওল্ড মালদার মঙ্গলবাড়ী ব্রীজ পাড়ার সরকার পরিবারের উদ্যোগে, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায়, অনুষ্ঠিত হয় সমাজকর্মী নিপু সরকারের ছোট্ট সোনা অরণ্যার মুখে ভাত উপলক্ষে, রক্তদান শিবির ও দেহদানের অঙ্গীকার। এই উপলক্ষে বেশ কয়েকদিন আগে থেকে লক্ষ্য করা গেছে পাড়া-প্রতিবেশীসহ সরকার পরিবারে সাজো সাজো রব। রক্তদান আন্দোলনের অন্যতম কর্মী অনিল কুমার সাহার তত্ত্বাবধানে, একটা আদর্শ রক্তদান শিবির কিভাবে হতে পারে তারেই আদলে তৈরি হয় প্যান্ডেল। সমস্ত প্যান্ডেলে সুন্দর সুন্দর ব্যানার, পোস্টার, ফেস্টুনের মোড়কে সাজিয়ে তোলা হয়। এক ঝলক দেখে যে কেউ বলবে যেন রক্তদান, থ্যালাসেমিয়া ও দেহদানের প্রদর্শনী । প্যান্ডেলে প্রবেশ করতেই হালকা সুরে নেপথ্যে মাইকে বাচতে শোনা গেল “আমার রক্তে বাজবে তুমি- তোমার রক্তে আমি”। আবেগ প্রবণ হয়ে অরন্যার পিতা নিপু সরকার বললেন যে অনেকদিন আগে থেকে আমার স্বপ্ন ছিল মেয়ের অন্নপ্রাশনে রক্তদান শিবির করব। সকল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ও বন্ধুদের বললে, তারা এক কথায় রাজি হয়ে যায় আর তা থেকেই আমন্ত্রণ পত্রেও ছাপা হয়ে যাই রক্তদান ও দেহদানের বার্তা। অরন্যার ঠাকুরদা নিখিল সরকার বলেন আমার ছেলে এমন কাজ করবে ভাবতেই পারছি না। এই শুভ কাজে সমাজের সকলে এগিয়ে আসুক ও অরন্যার ভবিষ্যৎ জীবন সুখী হোক। উক্ত শিবিরে পিতা নিপু সরকার সহ ৪১ জন আমন্ত্রিত অতিথি স্বেচ্ছায় রক্তদান ও ১০ জন দেহদানের অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেন। রক্তদাতাদের উৎসাহ দিতে এগিয়ে আসেন জাগরণ মালদার সম্পাদক শুভজিৎ দাস, মালদা মিডিয়াম ক্লাবের রক্তদানের কর্মী আশিস বাগ, সৌহার্দ্যের সম্পাদক কুন্তল দাস, রক্তদান আন্দোলনের কর্মী অমিত তেওয়ারি, কোয়েল রজক প্রমূখ।