আবদুল হাই, বাঁকুড়াঃ ষাঁড়ের পিঠে চেপে শহরময় ঘুরে প্রাচীণ এক্তেশ্বর মন্দিরে পৌঁছালেন দেবাদিদেব মহাদেব। ‘ঘোর কলি’তেও রবিবার সকালে এমনই ছবির স্বাক্ষী থাকলেন বাঁকুড়া শহরের মানুষ। আর এই অপার্থিব ঘটনার সৌজন্যে বাঁকুড়া বোল বোম সেবা সমিতি, এক্তেশ্বর উন্নয়ন কমিটি।
চলতি শ্রাবণ মাসের শুরুর দিন থেকেই বাঁকুড়া শহর সংলগ্ন প্রাচীণ এক্তেশ্বর মন্দিরে শুরু হয়েছে শ্রাবণী মেলা। চলবে একমাস ধরে। আর পুরো এই মাস জুড়ে এক্তেশ্বর শিব মন্দিরে প্রথা মেনে বিশেষ পূজা পাঠ ও ধর্মীয় অনুষ্ঠান থাকছে। রীতি ও পরম্পরা মেনে এদিন বাঁকুড়া ধর্মশালা থেকে বাদ্যযন্ত্র সহযোগে সুসজ্জিত শোভাযাত্রা বের হয়ে এক্তেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়। এবার ২ হাজার ১০০ জন মহিলা মঙ্গল ঘট নিয়ে এই শোভাযাত্রায় অংশ নেন। সঙ্গে স্বয়ং শিব শম্ভূর উপস্থিতি এবার শহর বাসীর কাছে বাড়তি পাওনা তো বটেই।
একটি বাইককে ষাঁড়ের আদলে সাজিয়ে শিব সেজে তাতে চেপে বসেছেন গুরুদাস দাস। তিনি বলেন, পৃথিবী হোক করোনামুক্ত, সঙ্গে ধর্মীয় প্রতিহিংসা মুক্তির আবেদনও তিনি জানিয়েছেন। তবে এবার ষাঁড়ের পিঠে চেপে তিনিও বেশ 'নার্ভাস'। এমনটাই জানালেন সাংবাদিকের প্রশ্নের উত্তরে। তিনি বলেন, 'ফাস্ট টাইম, নো এক্সপিরেয়েন্স- একটু নার্ভাস লাগছে...'।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার শহরবাসীর মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। হাজার হাজার মানুষ এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন।