মনিরুল হক, কোচবিহারঃ দ্রুত গতিতে চলছে কোচবিহারের তোর্ষা সেতুর রাস্তার কাজ। বহুদিন ধরেই এই সেই ব্রিজের উপর রাস্তার কাজের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল নিত্যযাত্রীদের।
জানা গেছে, প্রায় বহুদিন ধরে বেহাল দশায় পড়েছিল কোচবিহারে তোর্ষা সেতুর জয়েন্ট গুলো। বড় বড় ট্রাক এবং ডাম্পার এর আঘাতে ব্রিজের জয়েন্ট গুলিতে দেখা দেয় ভাঙ্গন। আর ওই ভাঙ্গনের ফলে সমস্যায় পড়তে হয় বাইক এবং সাইকেল আরোহীদের। বৃষ্টিতে জল জমার কারণে ও সমস্যায় পড়তে হয় সংশ্লিষ্ট এলাকার লোকজনদের। এই নিয়ে আজ ব্রিজের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার এবং কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের সহযোগিতায় হচ্ছে ওই সেতু ও রাস্তা মেরামতের কাজ।
ব্রিজের কাজে নিয়জিত মজুররা জানান, প্রায় তিন থেকে চার দিন ধরে এই কাজ করা হচ্ছে আর ও কিছুদিন সময় লাগবে।
এদিন এবিষয়ে তোর্সা সেতুর এক ইঞ্জিনিয়ার জানান, আগের থেকে আরো হেভি স্প্রিং লাগানো হচ্ছে যাতে একসাথে অনেক গাড়ি গেলেও ব্রিজ না দোলে, এবং পুলিশের অনেকটা সহযোগিতা পাওয়া যাচ্ছে আমাদের এই কাছে।