নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- বুধবার সম্ভবত রাজ্যে এই প্রথম কোনো স্বেচ্ছা সেবী সংগঠন এগিয়ে এলো মহিলাদের সাহায্যে এমন ব্যাবস্থা নিয়ে।
এদিন জলপাইগুড়ি জেলখানা মোড় সহ শহর এবং সহরতলিতে অবস্থিত সুলভ শৌচালয় গুলোতে বিনামূল্যে স্যানেটারি ন্যাপকিন বিতরণ কেন্দ্র থেকে প্রয়োজনে মহিলারা তাঁদের শারীরিক বিশেষ মুহূর্তে সাহায্যে নিতে পারবেন। এর ফলে শহর এবং ডুয়ার্স থেকে জলপাইগুড়ি শহরে আসা বহু মা, বোনেরা উপকৃত হবে, এমনটাই আসা করছে উদ্যোক্তারা।
এই অভিনব উদ্যোগ প্রসঙ্গে গ্রীন জলপাইগুড়ির সম্পাদক অংকুর দাস জানান, এই পাবলিক টয়লেট গুলোর কাউন্টারে একটি ফোন নম্বর ও থাকছে, যাতে ন্যাপকিন শেষ হলেও একটি ফোনেই আমাদের সদস্যরা ন্যাপকিন পৌঁছে দেবে।
Home রাজ্য উত্তর বাংলা অভিনব উদ্যোগ গ্রীন জলপাইগুড়ির, চালু হলো পাবলিক টয়লেটে বিনা মূল্য স্যানেটারি ন্যাপকিন...