সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – বুধবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ বিডিও অফিস ভবনে জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে শুরু হল আঙ্গিক ভিত্তিক জেলা লোকশিল্পীদের কর্মশালা।এদিন কর্মশালার সূচনা করেন জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক অনন্যা মজুমদার, ক্যানিং মহকুমা শাসক প্রতীক সিং।এছাড়া উপস্থিত ছিলেন ক্যানিং মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক আইনুল হক,ক্যানিং-১ বিডিও শুভঙ্কর দাস সহ অন্যান্য বিশিষ্টরা।৩ আগস্ট থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে এই কর্মশালা।প্রত্যন্ত সুন্দরবনের প্রান্তিক এলাকার ৪৭ জন শিল্পী অংশগ্রহণ করেন এই কর্মশালায়।সুন্দরবনের বনবিবি পালা গান বিষয়ের উপর চলবে কর্মশালা।জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক অনন্যা মজুমদার বলেন ‘তিন ধরে চলবে আঙ্গিক ভিত্তিক জেলা লোকশিল্পীদের কর্মশালা।সুন্দরবনের প্রান্তিক ৪৭ জন শিল্পী অংশগ্রহণ করেছে এই কর্মশালায়।মূলত সুন্দরবনের বনবিবি পালার উপর চলবে এই কর্মশালা।