জলপাইগুড়ি শহরে বিক্ষোভ মিছিল ।

0
231

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- আজ ৩রা অগাস্ট বুধবার অফিস ছুটির পর শ্রমিক কর্মচারী শিক্ষকদের যুক্ত আন্দোলন মঞ্চ, ১২ই জুলাই কমিটির ডাকে জলপাইগুড়ি শহরে বিক্ষোভ মিছিল হয়। বর্তমান রাজ্য সরকার শিক্ষক কর্মচারীদের প্রতি যে চরম বঞ্চনা নামিয়ে এনেছে, দীর্ঘদিন নিয়োগ বন্ধ, শিক্ষক নিয়োগে পাহাড় প্রমাণ দুর্নীতি, ফলে মানুষ ক্ষুব্ধ।
সরকারী সমস্ত শূন্যপদে যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে, নিয়োগ নিয়ে বিচার ব্যবস্থাকে অভিযুক্ত করার ঘৃণ্য কৌশল বন্ধ করতে হবে, নিয়োগের ক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতি উন্মোচনের দাবিতেই আজকের এই মিছিল। ক্ষোভ উগড়ে দিতে ব্যাপক সংখ্যক শ্রমিল কর্মচারী শিক্ষকরা আজকের মিছিলে অংশগ্রহণ করেন। ১২ই জুলাই কমিটির যুগ্ম আহ্বায়কদ্বয় বানীব্রত সাহা ও প্রদীপ কর্মকার মিছিলকে নেতৃত্ব দেন।