নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- জেলার নাম পরিবর্তন নিয়ে প্রতিবাদ মিছিল গোটা শান্তিপুরবাসীর। মঙ্গলবার বিকেলে শান্তিপুর পাবলিক লাইব্রেরির সামনে থেকে এক প্রতিবাদ মহা মিছিলের আয়োজন করে গোটা শান্তিপুরবাসী। এই প্রতিবাদ মিছিলটি শান্তিপুর পাবলিক লাইব্রেরির সামনে থেকে শুরু হয়ে গোটা শান্তিপুরের রাজপথ ঘুরে শেষ হয় শান্তিপুর পাবলিক লাইব্রেরিতেই। এই প্রতিবাদী মহা মিছিলে অংশগ্রহণ করে শান্তিপুরের কয়েক হাজার সাধারণ মানুষ, এছাড়াও অংশগ্রহণ করে বিভিন্ন মহলের বিশিষ্ট জোন থেকে শুরু করে বুদ্ধিজীবীরা। প্রতিবাদী মিছিলের মধ্যে দিয়ে গোটা শান্তিপুরবাসীর একটাই দাবি, নদীয়া জেলার নাম এইভাবে মুছে দেওয়া যাবেনা। আমরা নদিয়াবাসী আমাদের জেলা নদীয়া। এই নদীয়া জেলার সাথে কয়েকশো বছরের প্রাচীন মনীষীদের অনেক ইতিহাস জড়িয়ে আছে। রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে তা কয়েক মিনিটের মধ্যে বদল করা যাবে না। নদিয়া গোটা শান্তিপুরবাসীর হৃদয়ের মধ্যে রয়েছে। অবিলম্বে রানাঘাট জেলা নাম পরিবর্তন করে নদীয়া জেলার নাম নামকরণ করতে হবে, না হলে এই প্রতিবাদ আরো বৃহত্তর হবে বলেই হুঁশিয়ারি গোটা শান্তিপুরবাসীর। তবে মঙ্গলবার সকালেই একইভাবে প্রতিবাদ সভায় শামিল হতে দেখা যায়, শান্তিপুরের কয়েক হাজার সাধারণ মানুষ সহ বিশিষ্টজনদের। বিকেলে একইভাবে প্রতিবাদ মিছিলে সামিল হয় গোটা শান্তিপুরবাসী। তবে এখন দেখার আদৌ কি আগের নদীয়াই নামকরণ থাকে, নাকি রানাঘাট জেলায় প্রশাসনের শেষ কথা। তবে মঙ্গল বারের প্রতিবাদীর ভূমিকা দেখে তা এক প্রকার পরিষ্কার নদীয়ার নাম পরিবর্তন না হওয়া পর্যন্ত তীব্র ক্ষুব্ধ গোটা শান্তিপুরবাসী।