পশ্চিমবঙ্গ আশা কর্মী সংগঠনের পক্ষ থেকে সাঁকরাইল ব্লকের আশা কর্মীরা আজ থেকে কর্মবিরতি শুরু করলেন ।

0
416

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া: পশ্চিমবঙ্গ আশা কর্মী সংগঠনের পক্ষ থেকে একাধিক দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন দিল সাঁকরাইল মুখ‍্য স্বাস্থ‍্য আধিকারিকের কাছে। প্রায় ২০০ জন আশাকর্মী একত্রে এই ডেপুটেশন দেয়। আশা কর্মীদের দাবি চাকরির স্থানী করন, ন‍্যায‍্য পারিশ্রমিক, সহ সপ্তাহে এক দিন ছুটি ও কাজের সময় সীমা বাঁধতে হবে । বহুদিন ধরে এই অভিযোগ নিয়ে বিভিন্ন ভাবে আন্দোলন করে চলেছে আশাকর্মীরা কিন্তু এবার দেওয়ালে পিঠ ঠেকে গেছে আর নয় যদি সরকার দাবি না মানে তো কাজের ইতি টেনে দেবে বলে হুঁশিয়ারি দিল আশাকর্মীরা। সাঁকরাইল ব্লকের যে সকল আশা কর্মীরা ছিল সবাই এসেছেন এই আন্দোলনে। সমোচ্চারিত শব্দে স্লোগান ওঠে আমাদের দাবি মানতে হবে! আমাদের দাবি মানতে হবে! দাবি না মানা হলে সবাই মিলে কাজে যোগদান দেবে না এমনই অঙ্গীকারবদ্ধ করলেন সমোচ্চারিত শব্দে। এখন দেখার আশা কর্মীদের এই কর্ম বিরতির ফলে সরকার তাদের দাবি-দাওয়া মেনে নেয় কিনা?