আবদুল হাই, বাঁকুড়াঃদীর্ঘদিন ধরে দাবি আন্দোলন চালিয়ে গেলেও কোন সুরাহা না হওয়ায় আজ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আশাকর্মীরা কর্মবিরতির ডাক দিলেন।এদিন ইন্দাস হাসপাতালের সামনে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ অবস্থান করে আশাকর্মীরা।আশাকর্মী ইউনিয়নের দুই কর্মী সাংবাদিকদের সামনে ক্যামেরায় মুখোমুখি হয়ে জানান, নিজেদের অধিকারের দাবিতে আন্দোলনে নেমেছি । আমাদের নিয়ে অতিরিক্ত কাজ করিয়ে সঠিক মূল্য দিচ্ছে না।৪৫০০ বেতন আর এই সামান্য বেতনে আমাদের সংসার চলে না। আমাদের বেতন বাড়াতে হবে। সরকার আমাদের আন্দোলনে নামতে বাধ্য করেছে।এর আগেও অনেকবার আন্দোলনে নেমেছি সরকার আমাদের কথায় কোন কর্ণপাত করেনি। তাই আমরা কর্মবিরতির ডাকের পথ বেছে নিতে বাধ্য হয়েছি।