স্থায়ী বেতন সহ বিভিন্ন দাবি নিয়ে একদিনের প্রতীকী কর্মবিরতি পালন করল আশা কর্মীরা।

0
236

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- স্থায়ী বেতন সহ বিভিন্ন দাবি নিয়ে একদিনের প্রতীকী কর্মবিরতি পালন করল আশা কর্মীরা। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে স্বাস্থ্য আধিকারিকের দফতরে বুধবার প্রতীকী অবস্থান বিক্ষোভ দেখায় আশা কর্মীরা। বিভিন্ন সময় এই সমস্ত দাবি নিয়ে জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক কে আশা কর্মীরা স্মারকলিপি দিলেও তাদের দাবিগুলো আজও পূরণ হয়নি। তাই আজ জেলা জুড়ে সমস্ত আশা কর্মীরা কর্মবিরতিতে সামিল হয়েছে। আগামী দিনে যদি তাদের এই সমস্ত দাবি না মানা হয় ,তাহলে লাগাতার কর্মবিরতি শুরু করবেন তারা। তাদের এই কর্মবিরতিতে গ্রামীন স্বাস্থ্য ব্যাবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এবিষয়ে আশাকর্মী বন্দনা ব‍্যানার্জি জানান, যা টাকা পাচ্ছি তা দিয়ে সংসার চলানো খুবই কষ্ট কর হয়ে পড়েছে। তাই আমাদের দাবি আমাদের বেতন বৃদ্ধি করতে হবে।