১৪ দফা দাবিতে আশা কর্মীদের অবস্থান বিক্ষোভ।

0
208

বীরভূম, সেখ ওলি মহম্মদ:- বীরভূম জেলার দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ব্লক স্বাস্থ্য আধিকারিকের অফিসের সামনে ১৪ দফা দাবিতে আশা কর্মীরা অবস্থান বিক্ষোভ করে। এদিন ঘন্টা খানেক এই অবস্থান বিক্ষোভ চলে। দুবরাজপুর ব্লক এলাকার শতাধিক আশা কর্মী অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করে। তাঁদের দাবিগুলি হল, ইনসেনটিভ কিস্তিতে দেওয়া বন্ধ করতে হবে। বকেয়া ইনসেনটিভ মেটাতে হবে, আশা কর্মীদের সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি ও মর্যাদা দিতে হবে। তাছাড়াও প্রত্যেক আশা কর্মীকে একটি করে এণ্ড্রোয়েড মোবাইল ফোন ও প্রতি মাসে ৩০০ টাকা করে ব্যালেন্স প্রভৃতি দিতে হবে। পাশাপাশি অবিলম্বে সরকার তাদের ডিএ, পিএফ, পেনশন চালু করতে হবে এবং বোনাসও চালু করতে হবে। শেষমেশ দুবরাজপুর ব্লক স্বাস্থ্য আধিকারিকের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন আশা কর্মীরা।