নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- অল্প কিছুদিনের ব্যবধানে আবারো প্রবলভাবে দূষিত হলো চূর্ণী নদী। এবারও সেই বাংলাদেশের চিনিকলের ছাড়া বর্জ্য জলে মাত্রাতিরিক্ত দূষণের কবলে চূর্ণী। গত ২৩ থেকে ২৪ দিন আগে এই একইভাবে বর্জ্য জলে দূষণের কবলে পড়েছিল চূর্ণী। তারপর গত দুদিন আগে আবারো সেই জল এসে পৌঁছয় রানাঘাটের চূর্ণী নদীতে। মরতে শুরু করেছে মাছ।প্রচন্ড দুর্গন্ধে প্রাণ অতিষ্ঠ চূর্ণী পারের বাসিন্দাদের। কর্মহীন হাজার হাজার মৎস্যজীবী।চূর্ণী বাঁচাতে কোন হেলদোল নেই সরকারীস্তরে।