ফালাকাটা পৌরসভার পক্ষ থেকে বৃহস্পতিবার ফালাকাটা শহরে আনুষ্ঠানিকভাবে এই গাপ্পি মাছ ছাড়ার শুভ সূচনা।

0
2702

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ডেঙ্গু-ম্যালেরিয়ার মত মশা বাহিত রোগ থেকে ফালাকাটাবাসীকে রক্ষা করতে ফালাকাটা পৌরসভার পক্ষ থেকে বৃহস্পতিবার ফালাকাটা শহরের বিভিন্ন নিকাশী নালায় গাপ্পি মাছ ছাড়া হলো। আনুষ্ঠানিকভাবে এই গাপ্পি মাছ ছাড়ার শুভ সূচনা করেন ফালাকাটা পৌরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার মুহুরী।তিনি জানান, ‘এদিন মশা বাহিত রোগ ঠেকাতে প্রায় ৩৮ হাজারের বেশি গাপ্পি মাছ ফালাকাটার বিভিন্ন নিকাশী নালায় ছেড়ে দেওয়া হলো। এই গাপ্পি মাছ মশার লার্ভা খেয়ে নেয়। ফলে মশা বংশবৃদ্ধি করতে পারে না। এই গাপ্পি মাছ নিকাশী নালায় থাকলে মশা বাহিত রোগ অনেকটাই নিয়ন্ত্রণ হবে।’