পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চন্দ্রকোনারোডে অবস্থান বিক্ষোভ ব্লক তৃণমূলের,উপস্থিত প্রতিমন্ত্রী।

0
274

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি,পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি,নৃত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, জাতীয় সম্পদের বেসরকারি করন ও ১০০ দিনের কাজে বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে চন্দ্রকোনারোডে অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়, এই দিন উপস্থিত ছিলেন শালবনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র মাঝারি বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো,এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই রতন ব্যানার্জি, সুশান্ত সিংহ সহ অন্যান্য ব্লক ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা।