পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ইন্টারনেটের ব্যবহার যত বাড়ছে, ততই বৃদ্ধি পাচ্ছে সাইবার প্রতারণার ঝুঁকি। সাইবার প্রতারণার ঝুঁকি থেকে বাঁচতে পড়ুয়া থেকে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। পূর্ব মেদিনীপুর জেলার মেছোগ্রামে বিবেকানন্দ মিশন হাইস্কুল ( CNSE) এর পড়ুয়াদের সচেতন করতে বিশেষ সচেতনতা শিবির করা হয়। সেই শিবির থেকে পড়ুয়া থেকে সাধারন মানুষ প্রতারণা হাত থেকে রক্ষা পেতে হলে কি কি করনীয় রয়েছে তা পড়ুয়াদের সামনে তুলে ধরেন AMITY LAW SCHOOL, কলকাতার এর প্রতিনিধিরা।
সাইবার প্রতারণা ও অপরাধের হাত থেকে বাঁচতে বেশকিছু পদক্ষেপের কথা পড়ুয়াদের সামনে তুলে ধরা হয়। এই দিন সচেতনতা শিবিরে AMITY LAW SCHOOL, কলকাতার প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র , মলয় অধিকারী স্নেহা মহাপাত্র সহ অন্যান্যরা। এদিন বিবেকানন্দ মিশন আশ্রমের পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশগ্রহন করে। এই ধরনের সচেতনতা শিবির হওয়ায় খুশি স্কুলের পড়ুয়ারা।
Home রাজ্য দক্ষিণ বাংলা মেছোগ্রামে সোশ্যাল মিডিয়ায় প্রতারণার হাত থেকে পড়ুয়াদের সচেতন করতে বিশেষ সেমিনার AMITY...