দু’জনের সম্পর্ক ভালোবাসার হোক বা বন্ধুত্বের-
দু’জনের ইচ্ছেতে শুরু হয় সম্পর্ক।
প্রথমে সম্পর্কটা খুবই ভালো ও সুন্দর ভাবে কাটে,
দু’জনে মিলে এক সাথে অনেক স্বপ্নও দেখা হয়।
সেই স্বপ্ন গুলো বাস্তবায়িত করবে বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়,
কিছুদিন পর একজনের মধ্যে দেখা দেয় পরিবর্তন।
ক্রমেই সব কিছু বদলাতে শুরু করে,
হঠাৎ করেই সব শেষ হয়ে যায়।
বেশিরভাগ সময় কোন একজনের ইচ্ছেতেই
সম্পর্ক ভেঙে যায়-
তখন ঘৃণা ও তিক্ততা জমতে থাকে সম্পর্কের প্রতি।
দু’জনের বর্তমান বা ভবিষ্যতে এক সাথে কাটানোর কথা ছিল সে আর হলো না,
যখন দেখা হয় রাস্তায় কেউ কাউকে চিনতেই পারেনা,
তখন এড়িয়ে যেতে বাধ্য হয়,
হেসে একে অপরকে কেমন আছো বলাই যায়।
কিন্তু বলা হয় না-
বলতে পারে না, ওই যে রাগ অভিমান,
সম্পর্কের শেষটা
একে অপরকে দোষারোপ করে
কেন শেষ হয়?
কেন দু’জনের সম্পর্ক টিকে থাকে না?