মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- বর্তমান টেকনোলজির যুগে যতটা জীবনযাত্রার মান উন্নত হয়েছে। সাইবার ক্রাইমের চক্রে পড়ে ততটাই ঝুঁকির সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত। সাইবার চক্রের ফাঁদে পড়ে টাকা খোয়ানো, ব্যক্তিগত তথ্য পাচার সহ নানান সমস্যা পড়েন আট থেকে আশি সকলেই।
শনিবার ডোমকলের বিডিও অফিসের কনফারেন্স হলে জেলা পুলিশের উদ্যোগে “সাইবার সচেতনতা শিবির” অনুষ্ঠিত হয়। এদিন ডোমকলের এসডিপিও সোশ্যাল মিডিয়ার ব্যবহার সম্পর্কে সচেতনতা অবলম্বনের বিষয়ে অডিও ভিজুয়ালে একাধিক বিষয় উল্লেখ করেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে কোন বিষয়গুলি নজরে রাখতে হবে সেটাও জানানো হয়।
এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন, ডোমকলের মহকুমা শাসক সুমিত কুমার রয়, এসডিপিও সেখ সামসুদ্দিন, ডোমকলের বিডিও শ্যামসুন্দর মিশ্র, আইসি জ্যোর্তিময় বাগচী, খাদ্য আধিকারিক মুসির আহমেদ ও অন্যান্য আধিকারিকরা