সুদীপ সেন, বাঁকুড়া:-বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের আই, সি, ডি,এস কেন্দ্র গুলির সুবিধা ,অসুবিধা নিয়ে শনিবার একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো শালতোড়া অডিটোরিয়ামে।
এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন শালতোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্তোষ মন্ডল, সহসভাপতি প্রকাশ চন্দ্র মন্ডল, ব্লক তৃণমূল যুব সভাপতি তন্ময় মন্ডল , ঢেকিয়া অঞ্চলের সভাপতি নবগোপাল বাউরি ও অন্যান্য নেতৃত্ব গণ।
উপস্থিত আই, সি,ডি, এসের কর্মীগণ তাঁদের খাবার, পোশাক সহ বিভিন্ন অসুবিধার কথা এই আলোচনা সভায় তুলে ধরেন।
শালতোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্তোষ কুমার মন্ডল সহ তৃণমূল নেতৃত্ব তাঁদের এই আলোচনা মন দিয়ে শোনেন।
পরে ব্লক সভাপতি সন্তোষ কুমার মন্ডল তাঁদের সমস্ত অভাব, অভিযোগ তাঁকে জানানোর কথা বলেন। তিনি জল ও অন্যান্য সমস্যার সমাধান করা হবে বলে জানান।
তৃণমূল ব্লক সহসভাপতি প্রকাশ চন্দ্র মন্ডল এই প্রতিবেদক কে জানান, আই, সি, ডি,এস কেন্দ্র গুলির নানা সমস্যা , মুখ্য মন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মহিলাদের জন্য কি, কি প্রকল্প করেছেন তা তুলে ধরা এবং আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই আলোচনা সভায় তৃণমূল ব্লক নেতৃত্বের পাশে থেকে সমস্যা সমাধানের আশ্বাসে খুশি আই, সি, ডি, এস, কর্মীবৃন্দ।
Leave a Reply