সকাল সকাল জাতীয় সড়কের ওপর থেকে এক মহিলার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।

0
273

জলপাইগুড়়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সকাল সকাল জাতীয় সড়কের ওপর থেকে এক মহিলার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। পরিস্থিতি দেখে মনে করা হচ্ছে, গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই মহিলার বলে প্রাথমিক অনুমান। জলপাইগুড়ির চ্যাওরাপাড়া রানীনগর বিএসএফ ক্যাম্পের সামনে জাতীয় সড়কের ওপর ঘটেছে এই ঘটনা। দিনের আলো ফুটতেই ঘটনা দেখতে পান এলাকাবাসীরা। খবর দেওয়া বলে জলপাইগুড়ি কোতয়ালী থানায়। স্থানীয়রা জানালেন, ওই মহিলা মানসিক ভারসাম্য হীন ছিলেন। রাতে রাস্তার ওপর দিয়ে চলাফেরা করার সময় দুর্ঘটনা ঘটতে পারে। দেহটি উদ্ধার করেছে জলপাইগুড়ি কোতোয়ালী থানার পুলিশ।