অনুব্রত মণ্ডলকে গরু চোর বলে সম্বোধন করা নিয়ে প্রতিক্রিয়া জানালেন রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়।

0
232

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গতকাল কলকাতার এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে যাওয়ার সময় হেভিওয়েট তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে গরু চোর বলে সম্বোধন করেন বেশ কিছু মানুষ। এর আগেও ই এস আই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে যাওয়ার সময় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জুতো ছুঁড়ে মারেন এক মহিলা। এই দুই ঘটনাকে কেন্দ্র করে তাঁর প্রতিক্রিয়া জানালেন রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়। তিনি এই প্রতিবাদের পদ্ধতিতে সমর্থন না করলেও। তিনি বলেন এটি একটি ইঙ্গিত পূর্ণ দিক। সাধারণ মানুষ প্রতিবাদ করতে শুরু করেছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে এর ফল দেখতে পাবে শাসক দল।