টাউন স্টেশনে রেল কর্মীদের লাল গোলাপের সঙ্গে মিষ্টি মুখ করালো বিজেপি।

0
234

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- ৭৫ তম স্বাধীনতা দিবসের দিন থেকেই জলপাইগুড়ি থেকে কলকাতা ছুটবে সম্পূর্ণ দার্জিলিং মেল, টাউন স্টেশনে রেল কর্মীদের লাল গোলাপের সঙ্গে মিষ্টি মুখ করালো বিজেপি। বিজেপির জেলা সভাপতির জঙ্গলবাস প্রয়োজন, কটাক্ষ যুব তৃণমূল সভাপতির।

ইতিমধ্যেই এন এফ রেল সূত্রে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ১৫ অগাস্ট থেকে সম্পূর্ণ দার্জিলিং মেল হলদিবাড়ি থেকে ছেড়ে জলপাইগুড়ি টাউন স্টেশনে থেমে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবে, আর এতেই এক আনন্দের বাতাস বইতে শুরু করেছে উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন শহর জলপাইগুড়িতে।
মঙ্গলবার এই নতুন ট্রেনের যাত্রা শুরুর আনন্দ ভাগ করে নিতে ময়দানে নামে বিজেপি।
সকালে টাউন স্টেশনে এসে দলের পক্ষ থেকে রেল কর্মী এবং রেল নিরাপত্তা কর্মীদের পাশাপাশি স্টেশনে উপস্থিত সাধারণ যাত্রীদের হাতে লাল গোলাপ ফুল তুলে দেবার পাশাপাশি মিষ্টি মুখ করাতে দেখা যায়।
এই প্রসঙ্গে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী, বলেন, মমতা দিদি যখন রেল মন্ত্রী ছিলেন তখন দুটি কামরা নিয়ে দার্জিলিং মেলের পেছনে জুড়ে দেওয়া হতো, আর এখন মোদীজির জমানায় গোটা দার্জিলিং মেল ই এই টাউন স্টেশন থেকে যাবে।

অপরদিকে জেলা বিজেপির নেতা তথা গত বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থী সৌজিৎ সিংহ রায়, বলেন এই স্টেশনকে আরো উন্নত করার পরিকল্পনা নিয়েছে রেল মন্ত্রক, তবে এই জেলার তৃণমূল যুব প্রেসিডেন্ট যে কিনা শহর জুড়ে চলা ড্রাগসের ব্যাবসার মূল মাথা, সেই যুব নেতা বিভিন্ন সময় এই স্টেশনে এসে রেল কর্মীদের সঙ্গে যে দুর্ব্যবহার করে গিয়েছে, তার জন্য সেই নেতাকে এই সমস্ত রেল কর্মীদের কাছে এসে ক্ষমা চাইতে হবে,। জলপাইগুড়ি শহর এবং টাউন স্টেশনের উন্নয়ন এবং পরিষেবা যাতে বিঘ্নিত না হয় তারজন্য বিজেপি কর্মীরা সদা নজর রাখবে।
অপরদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে জেলা তৃণমূল যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায় বলেন, জলপাইগুড়ি রেল স্টেশনের উন্নতি এবং যাত্রী পরিষেবার দাবিতে আগেও আন্দোলন করেছি আগামীতেও করবো,
বিজেপির জেলা সভাপতির তো জঙ্গলে গিয়ে থাকা উচিত, কারণ শহরে বা গ্রামে থাকার মতো শিক্ষা ওনার নেই।