পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-রাজ্যের জেলাগুলির পাশাপাশি পশ্চিম মেদিনীপুরেও আদিবাসী দিবস পালিত হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ৷ প্রশাসনের উদ্যোগেই এই দিনটিকে পালন করা হয়েছে ব্লকে ব্লকে৷ তবে মঙ্গলবার জেলা স্তলে বড়ো আকারে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মেদিনীপুর শহরে প্রদ্যোত স্মৃতি সদনে৷ যেখানে কয়েক হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন উপস্থিত হয়েছিলেন৷ জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বারা বিভিন্ন পরিষেবা তুলে দেওয়া হয়েছে আদিবাসী পরিবারগুলির হাতে। আদিবাসী নেতাদের সম্মান জানানো হয়েছে ওই মঞ্চ থেকে৷ এইদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েশা রানি, জেলার পুলিস সুপার দিনেশ কুমার, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা, সহ সভাধিপতি অজিত মাইতি, জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ মামনি মান্ডি সহ বিভিন্ন কর্মাধ্যক্ষ ও বিশিষ্টজনেরা। প্রত্যেকে বিরসা মুণ্ডার ছবিতে মাল্যদান করে আদিবাসীদের বীর যোদ্ধাকে শ্রদ্ধা জানান।