কোচবিহার, ৯ আগস্টঃ আদিবাসী দিবস উপলক্ষে কোচবিহার, আলিপুরদুয়ার ও আসাম থেকে আসা ১০ রাজবংশী মানুষকে সেরা সম্মান ও দুই জেলার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার হয়। এদিন ওই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কোচবিহার ল্যাঞ্জ ডাউন হলে। এদিন সেখানে উপস্থিত ছিলেন নরেন্দ্র নাথ রায়, রতন বর্মা, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর মহেন্দ্র নাথ রায় সহ আরও অনেকে।
জানা গেছে, কোচবিহার জেলার ৬টি মহকুমা থেকে প্রায় ৫০ জন এবং আলিপুর দুয়ার থেকে ৪০ জন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার এবং অসমের মধ্যে যারা রাজবংশী কৃষ্টি কালচার নিয়ে লেখালেখি, পড়াশুনা এবং গবেষণা করেছেন এমন ব্যক্তিত্বদের মধ্যে ১০ জনকে বেছে নিয়ে তাঁদের ‘রাজবংশী সম্মান ২০২২’ প্রদান করা হয়।