আবদুল হাই, বাঁকুড়াঃ বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে দেখতে দেখতে সপ্তম বছরে পদার্পণ করেছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই কমলাবালা উইমেন্স কলেজ।
এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ কলেজ প্রতিষ্ঠার নানান মুহূর্ত স্মরণ করেন। অনেক ঝড় – ঝাপটা, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে কলেজ কীভাবে আজকে এই দিনে, এই বিশেষ মুহূর্তে পৌছাল সেইসব কথায় উঠে এলো সম্মানীয় অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে, আর সেইসব পুরনো দিনের কথা বলতে গিয়ে কয়েকজন বক্তা ভাবাপ্লুত হয়ে পড়েন।
দিনটিকে উদযাপন করতে কলেজের ছাত্রীরা একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। মনোগ্র অনুষ্ঠানের রস তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন উপস্থিত সম্মানীয় ব্যক্তিবর্গ থেকে কলেজের ছাত্র ছাত্রী এবং অন্যান্যরা।
আজকের এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. পীতাম্বর পাল, পরিচালন কমিটির সভাপতি কুন্তলকুমার মন্ডল, অধ্যাপক ড. নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যক্তি দুর্গাদাস চট্টোপাধ্যায়, স্বপন কুমার সাউ ও আরও অনেকে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিল কলেজের ছাত্রীরা।
Home রাজ্য দক্ষিণ বাংলা আবেগঘন ও মনোমুগ্ধকর সংস্কৃত অনুষ্ঠানের মধ্য দিয়ে আকুই কমলাবালা উইমেন্স কলেজের সপ্তম...