নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা,প্রবল জলোচ্ছ্বাস দীঘার সমুদ্রে,নিরাশ পর্যটকরা।

0
956

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ইতিমধ্যেই সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে বাড়তি নজরদারি রাখার পাশাপাশি মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করছে পুলিশ প্রশাসন, অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘায় বাড়তি নজরদারি রাখার জন্য মোতায়ন রয়েছে লুনিয়ারা, এই পরিস্থিতির মাঝে উত্তাল সমুদ্র, ফলে সমুদ্র সৈকত দিঘাতে আগত পর্যটকরা এলেও নামতে দেওয়া হচ্ছে না সমুদ্র, যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সর্বদাই তৎপর রয়েছে লুনিয়া থেকে শুরু করে পুলিশ প্রশাসন, তবে সমুদ্রের না নামতে পেরে কার্যত নিরাশ সমুদ্র সৈকতে আশা পর্যটকরা।