পতাকা কিনতে কোচবিহার শহরের অলিতে গতিতে ভিড়, খুশি ব্যবসায়ীরা।

0
261

মনিরুল হক, কোচবিহার: আসছে ১৫ ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ইতিমধ্যেই বিক্রি শুরু হয়ে গিয়েছে জাতীয় পতাকার। শহরের অলিতে গলিতে প্রায় প্রত্যেকটি দোকানে বিক্রি হতে দেখা যাচ্ছে এই জাতীয় পতাকা। তবে পতাকা ছাড়াও বিক্রি হচ্ছে ব্যাজ এবং অন্যান্য জিনিস। আর সেগুলি কিনতেই দোকানে ভিড় জমাচ্ছেন কোচবিহারের মানুষেরা কোচবিহারের ভবানীগঞ্জ বাজার এলাকার বিভিন্ন দোকানে এই দৃশ্য চোখে পড়ছে।
জানা গেছে, গত দুই বছর করোনার কারনে জাতীয় পতাকা ঠিকমত বিক্রি না হলেও এবারে কিন্তু পতাকা ভালই বিক্রি হচ্ছে এবং সাধারণ কিনছেন। তাতেই কিছুটা হলেও খুশি পাতাকা ব্যবসায়ীরা।
এদিন এবিষয়ে কোচবিহার ভবানীগঞ্জ বাজার এলাকার এক পতাকা বিক্রিতা জানান, গতবারের তুলনায় এবার পতাকা ভালো বিক্রি হচ্ছে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে পতাকা কিনছে। আমরা ব্যবসায়ীরা খুবই খুশি।