বেসরকারিকরণের প্রতিবাদে সারা দেশের সঙ্গে আজ রানাঘাটেও ডাক ধর্মঘট পালন করলো
এনএফপিই।

0
339

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বেসরকারিকরণের প্রতিবাদে সারা দেশের সঙ্গে আজ রানাঘাটেও ডাক ধর্মঘট পালন করলো
এনএফপিই। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প এবং ডাক বিভাগের
বেসরকারিকরনের বিরুদ্ধে সারা দেশ জুড়ে আন্দোলন করছে বামপন্থী ট্রেড ইউনিয়ন এনএফপিই। এদিন রানাঘাট মুখ্য ডাকঘরের সামনে ধর্মঘটের সমর্থনে এনএফপিই র সদস্যরা অবস্থান বিক্ষোভ করে।এদিন এই সংগঠনের কোনো সদস্যই কাজে যোগদেয় নি।ডাক দপ্তরের বেসরকারীকরণ ও আমনতকারীদের প্রায় 11 লক্ষ কোটি টাকার সম্পদ বেসরকারী হাতে তুলে দেওয়ার প্রতিবাদে আজকের এই ধর্মঘট। সাধারণ মানুষের সঞ্চিত অর্থের নিরাপত্তা। কর্মচারীদের নিরাপত্তা। এজেন্টের কর্মসংস্থানের নিরাপত্তা। সমস্ত
শূন্য পদ পূরণ করতে হবে এই সমস্ত দাবিতেই বামপন্থী ট্রেড ইউনিয়ন এনএফপিইর আজকের এই ধর্মঘট। তবে রানাঘাট মুখ্য ডাকঘরে অন্যান্য ইউনিয়নের সদস্যরা কাজে যোগ দেয়।